নিবিড় পরিচর্যার এক ভিন্নধারার প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলূম ঢাকা ছাত্রদের সহিহ তা‘লীম-তরবিয়তের জন্য ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যা, কড়া শাসন প্রক্রিয়া, নিয়মানুবর্তিতার শতভাগ পাবন্দির মাধ্যমে আসলাফদের নমুনায় ইলম চর্চা করার চেষ্টা করে যাচ্ছে। এখানে যারা পড়বে, বুঝে-শুনেই শতভাগ নিয়ম-কানুন মেনেই পড়ালেখা করবে, যাতে করে একজন ত্বালেবে ইলম পুরো উম্মতের নমুনা হতে পারে। ইলম হাসিলের জন্য দাওয়াত, তা‘লীম, তাযকিয়া ও মুজাহাদার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাকওয়া ও ইত্তেবায়ে সুন্নতের নিখাঁদ পাবন্দীর সাথে ইলমি মেহনত করানো হয় এখানে। কঠোর শৃংখলা, শতভাগ নিয়ম-কানুনের পাবন্দি, উন্নত চিন্তা ও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি লালন করা হয় এই প্রতিষ্ঠানে।.....
বিস্তারিত