প্রিন্সিপালের বানী

‘সমন্বিত দাওয়াহ নেসাব’ এর প্রতিষ্ঠাতা, কওমী ও জেনারেল শিক্ষার সমন্বয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা, দাওয়াত ভিত্তিক ইলমি ফনের আবিষ্কারক, স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশে কওমী মাদরাসা শিক্ষাধারায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনকে প্রথম পাঠ্যক্রমে শ্রেণিভিত্তিক রচনা ও বিন্যাসের ঐতিহাসিক কাজের রূপকার, বাংলাদেশের জনপ্রিয় ইসলামি ও আধুনিক শিশুপাঠ্যের লেখক, জাতীয় কওমী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এর মহাপরিচালক, জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর শিক্ষা, গবেষণা ও সিলেবাস পরিচালক, একবিংশ শতাব্দির মাদরসা শিক্ষার আমলি পরিবেশের সাথে যুগোপযোগীকরণের অন্যতম সফল ব্যক্তিত্ব, পাঠকপ্রিয় দাওয়াহ ভিত্তিক পত্রিকা ‘মাসিক দ্বীনি দাওয়াত’ (আত-তাহকীক) এর সম্পাদক, বিশিষ্ট আলেমেদ্বীন, খ্যাতিমান লেখক, বিদগ্ধ গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা।